ব্যাংকে গিয়ে টাকা খোয়ালেন গ্রাহক

0
4


সোনালী ব্যাংকে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামে এক গ্রাহকের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুই ব্যক্তি। দিনে দুপুরে ব্যাংকের ভেতরেই ঘটে এ ঘটনা। বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধার সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়েছিলেন ওই বৃদ্ধ।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে এক বৃদ্ধ টাকা জমা দেওয়ার জন্য ৯৩ হাজার টাকা কাউন্টারের টেবিলে রাখেন। এসময় তার পাশে শার্ট-প্যান্ট পরা দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার নোট মেঝেতে ফেলে পা দিয়ে ওই বৃদ্ধের কাছে ঠেলে দেন। এরপর বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানান। বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা টাকা নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদেরও সতর্ক হতে হবে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানাই। তারা এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ভুক্তভোগী ছামাদ মিয়া থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরদের ধরতে পুলিশ কাজ করছে।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।