পাল্টাপাল্টি প্রচারণা | ভােটের : হাওয়া বইছে ঢাকা ১৮ আসনের উপ – নির্বাচনে

0
5
{"subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604953407864","source":"other","origin":"gallery","source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604953407914"}

পাল্টাপাল্টি প্রচারণার মধ্য দিয়ে এখনাে পর্যন্ত ভােটের হাওয়া বইছে ঢাকা ১৮ আসনের উপ – নির্বাচনে । তবে যথারীতি ভােটের পরিবেশ নিয়ে ভিন্ন কথা বলেছেন সরকারি দলের প্রার্থী হাবিব হাসান আর বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হােসেন । আগামীকাল মঙ্গলবার রাত ১২ টা শেষ হবে এই আসনের নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময় ।

মঙ্গলবার রাত ১২ টার পর আর কোন প্রচারনার কর্মসূচী রাখা যাবে না । শেষ এই দুই দিনে তাই ঢাকা ১৮ আসনের অধীনের পুরাে এলাকাই চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ।

দক্ষিণ খানের ৫০ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় সভা শেষে মিছিল নিয়ে প্রচারণায় বের হন নৌকার প্রার্থী । বলেন , জয়ী হলে দলমত নির্বিশেষে সবার জন্য মাঠে থাকবেন তিনি ।

সােমবার বেলা আড়াইটার পর বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হােসেনের বাড়িতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা । উত্তরা ৯ নম্বর সেক্টরে এই বাড়ী থেকেই মিছিল শুরু করেন জাহাঙ্গীর হােসেন ।

ভােটের পরিবেশ নেই অভিযােগ করেন , কিন্তু তিনি এটাও মনে করেন ভােটাররা ভােট দিতে পারলে বিজয়ী হবেন বিপুল ভােটে । আগামী ১২ ই নভেম্বর এই আসনে ভােট হবে ।