আর্মেনিয়ার দখল থেকে পার্বত্য অঞ্চলের দ্বিতীয় সর্ববৃহৎ শহর শুসার পুনরায় নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিব নিশ্চিত করেন এই খবর।
বেশ কিছুদিন ধরেই এই শহরটি ঘিরে চলছে বিবাদমান পক্ষ গুলোর লড়াই। গোলাবারুদ ছোড়ার পাশাপাশি অব্যাহত ছিল মিশাইল হামলা। মুসলিম রাষ্ট্রটির সাম্প্রতিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে মিত্র দেশ তুরস্ক।
গেল সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগোর্নো ও কারাবাখ অঞ্চল দিয়ে চলছে দু দেশের লড়াই। তাতে কম্পক্ষে পাঁচ হাজারের মতো মানুষের মৃত্যুর দাবি পর্যবেক্ষক সংস্থাগুলোর।
আন্তর্জাতিকভাবে এই অঞ্চল্গুলো আজারবাইজানের মালিকানাধীন হলেও অবৈধভাবে দখলদ্বারিত্ব ধরে রেখেছে আর্মেনিয়া।