হারিয়ে যাওয়া ৩০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

0
3


নড়াইলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, অক্টোবরে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার চার থানা এলাকায় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া ৮০ হাজার টাকা উদ্ধার করে। যা মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।

এসময় ডিআইও ওয়ান মীর শরিফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাব্বিরুল আলম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. শাহ্ দারা খান উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।