স্কুল হ্যান্ডবলে বড় জয় নারিন্দা-সানিডেইলের

0
2


মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে তাসমেরী অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল (ছেলে ও মেয়ে) টুর্নামেন্ট। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন তাসমেরী অ্যান্ড কোম্পানির মো. সেলিম বিন বাতেন।

উদ্বোধনী দিনের খেলায় বড় জয় পেয়েছে ছেলেদের বিভাগে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও মেয়েদের বিভাগে সানিডেইল। নারিন্দা ১৮-৬ গোলে হরিয়েছে স্কলাশটিকা (উত্তরা)কে এবং সানিডেইল ১৩-০ গোলে হারিয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজকে।

দিনের অন্য খেলায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ৫-২ গোলে উত্তরা কাফরুল উচ্চ বিদ্যালয়কে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৫-২ গোলে মতিঝিল আইডিয়াল স্কুলকে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ৯-৬ গোলে স্কলাশটিকাকে, মডেল একাডেমি ৭-৪ গোলে উইলস ফ্লাওয়ার স্কুলকে, সাউথ পয়েন্ট স্কুল ১১-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল অ্যন্ড কলেজকে, শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজ ৮-৩ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুলকে, হীড ইন্টারন্যাশনাল স্কুল ৬-২ গোলে কাফরুল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।