ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়ালো বিমান

0
2


যাত্রী সাধারণের চাহিদার বিষয়টি বিবেচনায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে দুটি ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি রোব ও বৃহস্পতিবার দুইটি ফ্লাইট যোগ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গত ৮ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে একটি ফ্লাইট বাড়ানো হয়েছে। বিজি ৪৯৩ প্রতি শুক্রবার ঢাকা থেকে তিনটা ৪০ মিনিটে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিজি ৪৯৪ সৈয়দপুর থেকে ৫টা ৫মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রীরা প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।