শুক্রবার মুক্তি পাচ্ছে জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’

0
2


পর্দায় দেখা যাবে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান। ছবির নাম ‌‘রং ঢং’।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।

মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্র ‘রং ঢং’। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেছিলেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে রং ঢং। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।

ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট ও তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন ও আদি।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।