খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্র-জনতা জড়িত নয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার (৪ নভেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইমন।
তিনি বলেন, অবৈধভাবে দেশের ১০ বছরের রাষ্ট্রক্ষমতা দখল করে স্বৈরশাসনের নজির রয়েছে জাতীয় পার্টির। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনেও তারা অংশ নিয়েছেন।
মিরাজুল ইসলাম ইমন বলেন, শনিবার (২ নভেম্বর) বিকেলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর জাপার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ছিল। যা শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত বিস্তৃতি পায়। আমরা নির্ধারিত সময় মিছিল নিয়ে বের হলে ডাক বাংলা যাওয়ার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো তৃতীয় পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও রাস্তায় আগুন দেয়। যার সঙ্গে ছাত্র-জনতা জড়িত ছিল না।
প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ওই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
আলমগীর হান্নান/এসআর/এমএস