যমুনা ফিউচার পার্কের পাঁচতলা থেকে নিচে পড়ে মো. আরমান হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ওই কিশোর গতকাল বিকেলের দিকে এক বন্ধুর সঙ্গে যমুনা ফিউচার পার্কে ঘুরতে যায়। পরে পাঁচতলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. রোকন মোল্লা জানান, আমার ভাই নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতো। গতকাল বিকেলে এক বন্ধুর সঙ্গে ভিসা সংক্রান্ত কাজে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। এ সময় তার বন্ধু কাজে ব্যস্ত ছিল। জানতে পারে আরমান পাঁচতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমআরএম/এমএস