কুয়াকাটায় দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত

0
2


পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি মো. কামাল (৪০) এবং একই এলাকার শ্রমিক আবু বকর মৃধা (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে একটি দোকানের সংস্কার করছিলেন তারা। কাঠের অবকাঠামো নির্মাণের সময় হঠাৎ ওই দোকানের দেওয়াল ধসে দুজন চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।