পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
সোমবার (৪ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩১ অক্টোবর গোমস্তাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ সাতজনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে, ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে চুরির মামলার আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে আটক করে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। পথে গতিরোধ করে তাদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এসময় ভাঙচুর করা হয় সিএনজিচালিত অটোরিকশা।
এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সোহান মাহমুদ/জেডএইচ/জিকেএস