চট্টগ্রামের কর্ণফুলীতে কামাল আহমেদ ওরফে রাজা কামাল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি টিম তাকে গ্রেফতার কর।
রাজা কামাল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তিনি চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রাজা কামালের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মনির হোসেন।
তিনি বলেন, সিএমপির ডিবির একটি টিম রাজা কামালকে গ্রেফতার করেছে।
এমডিআইএইচ/এসএনআর/জেআইএম