ভারতে বাস খাদে পড়ে ৭ জন নিহত, আহত অনেক

0
2


ভারতের উত্তরাখণ্ডে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাজ্যের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদ পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

জেলা ম্যাজিস্ট্রেট আলোক কুমার পান্ডে জানান, গড়ওয়াল থেকে কুমাওনের দিকে যাওয়ার সময় বাসটি মার্চুলা এলাকায় একটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন>>

পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মার্চুলায় দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির খবরে খুব দুঃখ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফের দলগুলো আহতদের উদ্ধার করতে এবং চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে দ্রুত কাজ করছে। গুরুতর আহত যাত্রীদের প্রয়োজনে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: পিটিআই
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।