চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন খোকনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
খোকন পৌরসভার মধ্যম তালবাড়িয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে। তিনি ২০২২ সালে ১২ অক্টোবর বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলা ও লুটপাট মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া ২০১৬ সালে মিরসরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, দুপুরে একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস