শ্যামপুরে বিস্ফোরণে দগ্ধ তিনজনের একজন মারা গেছেন

0
1


রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম জামাল উদ্দিন (৫০)। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেমরার মাতুয়াইল এলাকার হেলাল মিঞার সন্তান।

এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ তিনজনকে সোমবার ভোরে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জামাল উদ্দিন মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল।

তিনি জানান, দগ্ধ অন্য দুজনের মধ্যে জামিল হোসেনের শরীরের ৫৫ শতাংশ ও মো. তুষারের শরীরের শতভাগ দগ্ধ হযেছে। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।