হঠাৎ মেজাজ হারালেন ফখরুল

0
2


দলের নেতাকর্মীদের ভিড়ের মধ্যে সেলফি তোলা নিয়ে ধাক্কাধাক্কিতে মেজাজ হারালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে ও তার সহকারী ইউনূসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায়। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনাও চলছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে এ ঘটনার অবতারণা হয়। এদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে ফখরুলসহ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা জানাতে যান।

পরে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পরিস্থিতি সামাল দেন। তবে ভুক্তভোগী দুই নেতার পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মহাসচিবের সঙ্গে সেলফি তোলার জন্য চট্টগ্রামের নেতাকর্মীরা তার গায়ের ওপর এসে পড়ছিলেন। সে কারণে ওই পরিস্থিতি তৈরি হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।