বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করােনাভাইরাস থেকে ছাড় পায়নি প্রৌঢ় থেকে যুবক , কিশােরও । এবার কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছে পেরুর সবচেয়ে ছােট শিশু। সময়ের আগে জন্ম নেয়া শিশুটির নাম জর্জিটো ।
পেরুতে করােনা ভাইরাস নিয়ে মানুষের মাঝে আশা জাগিয়েছে সময়ের আগে জন্ম নেয়া এক অবিশ্বাস্য শিশু । শিশুটির নাম জর্জিটো । প্রিম্যাচিওর শিশুটি করােনা পজেটিভ নিয়ে জন্ম নেয় এবং করােনার সাথে লড়াই করে সুস্থ্য হয়ে উঠে ।
বেবি জর্জিটো তার জীবনের প্রথম চার সপ্তাহ রাজধানী লিমার একটি হাসপাতালে চব্বিশ ঘন্টা নিবিড় পরিচর্যায় কাটিয়েছে ।
মাত্র ৫৮০ গ্রাম ওজন নিয়ে তিনমাস আগে জন্ম নেয়া শিশুটি , করােনাভাইরাস রােগীদের মধ্যে আশা জাগানিয়া ভূমিকা রেখেছে ।
মা , লিসি ইয়াইয়া এটি একটি অলৌকিক ঘটনা , আমরা একসাথে রয়েছি । আমার কাছে জর্জিটো হল প্রেম , আশা এবং সর্বোপরি বিশ্বাসের প্রতীক । আমাডা আর্টেকো , ডাক্তার এই হাসপাতালের সবচেয়ে ছােট বাচ্চা জর্জিটো সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লাে ।
২৩ সপ্তাহের গর্ভাবস্থায় করােনা পজিটিভ ও অন্যান্য আরাে কিছু অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাে তার মা । জর্জিটো জন্মগ্রহণ করেছিলেন জুনের মাঝামাঝি সময়ে ।
পেরুর মহামারী ছিলাে সেসময় সর্বোচ্চ অবস্থায় । প্রায় চার মাস চিকিৎসা নেয়ার পর মা ও শিশু দুজনই সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ।