মানিকগঞ্জে প্রবাসীসহ দুই যুবকের মরদেহ উদ্ধার

0
4


মানিকগঞ্জের সিংগাইরে পৃথক স্থান থেকে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা সেতুর নিচ থেকে প্রবাসী উজ্জল মিয়া এবং শান্তিপুর এলাকায় ধানক্ষেত থেকে আবু বকরের মরদেহ উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কাংশা গ্রামের লোকমান মোল্লার ছেলে সৌদিপ্রবাসী মো. উজ্জল (৩৫) গত ৩ অক্টোবর দেশে আসেন। গত ১১ অক্টোবর রাত ১২টার দিকে একটি ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। এ সময় তার স্ত্রী ঘরেই ঘুমিয়ে ছিলেন। এরপর উজ্জল আর ফিরে আসেননি। পরে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের ১৮ দিন পর বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা সেতুর নিচে স্থানীয়রা উজ্জলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ থানার কৌলাইল ইউনিয়নের মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে আবু বক্কর গত ২৬ অক্টোবর সকালে নতুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকালে তার মায়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

তিনদিন পর বুধবার সকালে সিংগাইরের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বি.এম খোরশেদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।