ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার পিয়াস দাসকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। পিয়াস দাস শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট নিয়ে আখাউড়া ইমিগ্রেশনে আসেন ইউপি মেম্বার পিয়াস দাস। গত ৮ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দায়ের হওয়া মামলার তিনি প্রধান আসামি। এ কারণে তাকে ইমিগ্রেশন পার হতে দেওয়া হয়নি। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পিয়াস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
ওমর ফারুক নাঈম/এসআর