নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতাকর্মীরা

0
3


যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেককে শুভেচ্ছা জানানোর সময় ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। সোমবার রাত ৮টায় শহরের পেট্রোল পাম্প মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক পিরোজপুর থেকে সড়ক পথে বরিশালে যাচ্ছিলেন। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মী শহরের প্রবেশদ্বারে অবস্থান নেন শুভেচ্ছা জানাতে। এসময় পেছন থেকে নেতাকর্মীরা অতর্কিত হামলার শিকার হন।

জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল বলেন, আমরা পেট্রোল পাম্প মোড়ে নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছিলাম। পেছন থেকে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে অন্ধকারের মধ্যে হামলা হওয়ায় কারা এমন আচরণ করেছে তা চিনতে পরিনি।

স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জামাল বলেন, আমাদের ওপর অন্ধকারে কারা হামলা করছে তা দেখিনি।

জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, পেছন থেকে কারা হামলা করেছে তা দেখিনি। তবে তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এ হামলায় আমাদের ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিএনপি নেতা এমএ মালেককে শুভেচ্ছা জানানোর পর ঝালকাঠি বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. আতিকুর রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।