২৮ অক্টোবরের ঘটনা ছিল ষড়যন্ত্রের একটি অংশ: জাহিদুল ইসলাম

0
3


ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবরের ঘটনা ছিল গভীর ষড়যন্ত্রের একটি অংশ। যার মাধ্যমে স্বাধীনতার সূর্যকে অস্তমিত করা হয়। যা গত ১৫ বছর গোটা জাতি মারাত্মকভাবে অনুভব করেছে। জাতি দেখেছে কীভাবে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করা হয়েছিল, কীভাবে স্বৈরশাসক প্রতিষ্ঠিত করা হয়েছিল।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে সমাজ কল্যাণ মসজিদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর মানেই আমাদের চোখে ভেসে উঠে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যার দৃশ্য। তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর নৃত্য করে। যা পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য জাতি করতে পারে না।

শাখা সভাপতি এইচ এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক।

এএএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।