বাসচাপায় প্রাণ হারালেন বিজিবির নায়েক

0
3


খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে মুরাদ হোসেন (৩৯) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গরীর খালিশপুর থানার বিআইডিসি রোডের চিত্রালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে চিত্রালী বাজারের সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক খুলনা ২১ বিজিবির নায়েক মুরাদ হোসেন ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।