পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সব সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় সভায় বসছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)৷
রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. আসাফউদ্দৌলার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে৷
চিঠিতে বলা হয়, আগামী ৩ নভেম্বরে দুপুর ২টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হল অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সভাপতিত্বে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় পল্লী বিদ্যুৎ সমিতির সব সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।
চলতি বছরের শুরু থেকে বিআরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে আন্দোলন করে আসছে পল্লী বিদ্যুৎ সমিতি৷
এনএস/এমকেআর