হৃদরােগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি কপিল

0
5

হৃদরােগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব । হাসপাতাল সূত্রে জানা যায় , অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ।

আশার কথা কপিল দেব এখন বিপদমুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল ।

কপিলের অসুস্থতার খবর প্রথম জানা যায় টুইটারে । লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক তার অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন । ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হরিয়ানা হ্যারিকেনের । ১৯৮৩ সালে লর্ডসে মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে সেই সময়ের ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জিতেছিল ভারত ।

ওই টুর্নামেন্টেই জিম্বাবােয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ঝকঝকে ইনিংসও খেলেন কপিল ।