সবজি চাষের আহ্বান জানালেন শায়খ আহমাদুল্লাহ

0
2


বাসার ছাদ ও বারান্দার টবে সবজি চাষের আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা শায়খ অহমাদুল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাক-সবজি চাষের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে স্টাটাসে যার যার অবস্থান থেকে কমবেশি সবজি চাষে উদ্বুদ্ধ করেছেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘বাসার ছাদ ও বারান্দার টবে আমরা সবজি চাষ করি। সেই সাথে বাসার পাশের এক ব্যক্তির খালি জমিতে তার অনুমতি নিয়ে চাষাবাদ করি। ভরা মৌসুমে আমাদের ক্ষেতে ১৮-১৯ পদের সবজি ও ফল-মূল উৎপাদিত হয়। মাঝে মাঝে দিনমজুর ভাইদের সহায়তা নিলেও বেশিরভাগ সময় পরিবারের সবাই মিলে আমরা চাষাবাদ করি।’

তিনি লিখেছেন, ‘এতে একদিকে যেমন নিজেদের সবজির চাহিদা মেটে, অপরদিকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উপহার দিই। নিজেদের হাতে লাগানো গাছে ফুল ও ফল ধরতে দেখার যে আনন্দ, এর কোনো তুলনা হয় না।’

এই ইসলামি স্কলার লিখেছেন, ‘এভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে কমবেশি সবজির চাষ করতে পারি। এতে পরিবারের খাদ্য-চাহিদা পূরণ, শারীরিক ব্যায়াম এবং নতুন নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করা সম্ভব।’

সবশেষে তিনি উল্লেখ করেছেন, ‘সবজির সিন্ডিকেট ভাঙার জন্য ফাউন্ডেশন থেকে শিগগিরই একটি কার্যকর উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করছি আমরা।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।