রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম জুম্মন (২৮)। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব জানান, আমরা খবর পেয়ে ডেমরা আব্দুল্লাহ চত্বর দক্ষিণ পূর্ব বক্সনগর এলাকায় যাই। সেখানে একটি টিনশেড বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন, নিহত জুম্মন পেশায় একজন অটোরিকশা চালক। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।
জুম্মনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার রায়পুর থানার পূর্বা লনিয়া গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। ডেমরায় ভড়া বাসায় থাকতেন তিনি।
কাজী আল আমিন/এসএনআর/এমএস