বাথরুমের পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ গেলো শিশুর

0
3


রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকার একটি বাসায় বাথরুমের পানিভর্তি বালতিতে পড়ে সালমান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নানা শরিফ হোসেন জানান, শিশু সালমানের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে বাথরুমে চলে যায় শিশুটি। একপর্যায়ে বালতির পানির মধ্যে পড়ে যায়।

নিহত সালমান সাতারকুল এলাকার মো. মামুনের সন্তান। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।