ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান

0
3


ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ২০ রানে হারিয়ে ফাইনালে চলে গেছে আফগানিস্তান ‘এ’ দল। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা।

শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয়দের সামনে রানের পাহাড় দাঁড় করায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে আফগানরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে পারে ভারত।

উদ্বোধনী জুটিতে ১৪ ওভারে ১৩৭ রান তোলেন আফগানিস্তানের দুট ওপেনার জুনাইদ আকবরি ও সিদিকুল্লাহ আতাল। জুনাইদ ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৫২ বলে ৮৩ রান তুলে নেন সিদিকুল্লাহ। ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন করিম জানাত।

২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানেই ৩ টপঅর্ডারকে হারায় ভারত। এরপর আয়ুশ বাদানির ২৪ বলে ৩১ আর রামানদ্বীপ সিংয়ের ৩৪ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসে ১৮৭ রান করতে পারে ভারত।

এমএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।