খুলনা পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব

0
2


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক খুলনা কার্যালয়ে তলব করে চিঠি দেওয়া হয়।

পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম সই করা পত্রে ৩০ অক্টোবর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মুন্সি শহিদুল আলম, অফিস সহকারী আফসানা আনসারী ও পরিচালকের গাড়িচালক শামীম আহমেদকে তলব করা হয়।

এছাড়া ৫ নভেম্বর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদকে অনুসন্ধানকারী কর্মকর্তা কাছে বক্তব্য প্রদানের জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম ২৪ অক্টোবরই দুর্নীতি দমন কমিশন ঢাকার নির্দেশে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে তদন্ত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালকের কাছে পৃথক একটি পত্র দেন।

আলমগীর হান্নান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।