দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে আগুন লেগেছে। বিমানটিতে তখন ১৮৫ জন যাত্রী ছিল। আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার (১৯ জুন) স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ যাত্রী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশেই হঠাৎ বিমানের সাথে পাখির ধাক্কা লাগলে বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে দ্রুত নিরাপদে বিহারে অবতরণ করানো হয় বিমানটিকে।
টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেয়া হয়। সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
/এনএএস