নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
1


ছবি: সংগৃহীত।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিল হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী আদিল উপজেলার যোগিপাড়া গ্রামের আলেপ হোসেনের ছেলে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার যোগিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের বরাতে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নিজ বাড়ির মধ্যে খেলছিল শিশু আদিল হোসেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বারান্দায় চার্জে দেয়া ভ্যানগাড়ির তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিলকে মৃত ঘোষণা করে।

এসজেড/