এখন থেকে হাওর অঞ্চলে সব উড়াল সড়ক হবে: প্রধানমন্ত্রী

0
2


হাওর অঞ্চলে এখন থেকে যত সড়ক হবে, সব উড়াল সড়ক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সারা বছরই মানুষ যেন হাওরে চলতে পারে সেরকম যোগাযোগ ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। মরিচখালী থেকে মিঠামইন উড়াল সড়ক করার উদ্যোগ নিয়েছি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, আকস্মিক বন্যায় যেন ফসল ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য হাওর-নদী ড্রেজিংসহ আগাম জাতের ধানের বীজ দিচ্ছে সরকার। আমরা সারাদেশের উন্নতি চাই। গ্রামের মানুষ গ্রামে বসে শহরের সুবিধা পেতে সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্প চালু করেছে। যাতে গ্রামীণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত হয়। জনগণের কথা চিন্তা করেই সকল উদ্যোগ নিয়েছে সরকার।

এদিন বেলা পৌনে তিনটার দিকে সমাবেশ স্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় হাত নাড়িয়ে হাওরবাসীদের অভিবাধন জানান তিনি। বক্তব্যের শুরুতে বলেন, এই হাওর অঞ্চল সবসময় অবহেলিত ছিল। কিন্তু সরকারের প্রচেষ্টায় সেই দুর্দিন কেটে গেছে। উন্নত হয়েছে মানুষের জীবনমান।

তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। এ দেশের মানুষ বিচারহীনতা থেকে মুক্তি পেয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নতি হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। হাওর অঞ্চলের উন্নতি হয়েছে। নৌকায় ভোট দিলে দেশ উন্নত হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়৷ অবৈধ সম্পদ দখল করে যারা ক্ষমতায় আসে, তারা দেশের কল্যাণ করতে পারে না। বিএনপি, জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছে মানুষের দুঃখ-দুর্ভোগ বেড়েছে। তারা কখনও জনগণের কল্যাণ করে না।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান। বললেন, ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশ এগিয়ে যাবে। নৌকা মার্কা আসলে উন্নতি হবে। জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবন। ওয়াদা করেন।

বিএনপি মানুষকে অত্যাচার-নির্যাতন ছাড়া আর কিছু দিতে পারে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এরা জনগণের কথা চিন্তা করে না। লুটপাট করতে ক্ষমতায় আসে। আর লুটপাট করে বিদেশে আরাম-আয়েশ করে। মানুষের কষ্টের সময় আরও দুর্ভোগ সৃষ্টি করে। আগুন দিয়ে মানুষ হত্যা করে।

/এমএন