কিশোরগঞ্জে ৯ পাইকারি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, সকালে শহরের পাইকারি কাঁচামালের বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ মসয় মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভোক্তা অধিকার কিশোরগঞ্জ চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এসকে রাসেল/আরএইচ/এমএস