করােনাকালেও থেমে নেই মাদক । রাজশাহীতে নিত্যনতুন কৌশলে চলছে মাদক সেবন , বেচা – বিক্রি । মামলা আর গ্রেফতারের সংখ্যা বাড়লেও থেমে নেই মাদকের আগ্রাসন । প্রশাসন বলছে , এক্ষেত্রে আইন প্রয়ােগই যথেষ্ট নয় , মাদক রােধে জনসচেতনতা গড়ে তুলতে হবে । বিশ্লেষকরা বলছেন , সরকারি – বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে ।
হাড়ভাঙা খাটুনি , তাতে সামান্য আয় । দিনশেষে যার সবটুকুই ব্যয় হয় হেরােইন , ইয়াবায় । শুধু এসব ঝুঁকিপূর্ণ প্রান্তিক মানুষ নয় , বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষের মাদক সেবনের দৃশ্যের দেখা মেলে রাজশাহী নগরীতে ।মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও স্থানীয় জনপ্রতিনিধি জানেন , করােনাকালেও কমেনি মাদকের ব্যবহার ।
রাজশাহী বিভাগের আট জেলার পুলিশ , র্যাব , বিজিবি , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও টাস্কফোর্সের মাদক বিরােধী অভিযানের তথ্য মতে , গত মাসে বিভাগে মাদকের মামলা হয়েছে ২ হাজার । উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য । গ্রেফতার হয়েছে প্রায় ২ হাজার ২০০ জন ।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বলছে , শুধু প্রশাসনিক তৎপরতা নয় , মাদকের আগ্রাসন রুখতে প্রয়ােজন সামাজিক সচেতনতা । মাদকাসক্তদের নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস ।এই কর্মকর্তার মতে , আরাে সচেতনতা বাড়াতে দাতা সংস্থাগুলােকে এগিয়ে আসতে হবে ।
মাদকের ভয়াল থাবা রুখতে অভিযানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সভা – সেমিনার ।