কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। হামলায় আহত হয়েছে তার ভাইও।
শনিবার শহরের গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য দিপেশ্বর গ্রামের কলেজ পড়ুয়া মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল স্থানীয় ছাত্রলীগ নেতা হৃদয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়া ক্ষুব্ধ ছিল সে।
পরিবারের অভিযোগ এরই জের ধরে শনিবার কলেজে যাওয়ার পথে সহযীগদের নিয়ে মেয়েটির উপর হৃদয় হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় তাকে।
বোনকে বাচাতে গিয়ে হাভলার শিকার হন বড় ভাই। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক হামলাকারী হৃদয়।