সিলেটের কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে । রােববার রাতআড়াইটার দিকে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন । তবে মামলায় কোনাে আসামির নাম উল্লেখ করা হয়নি ।
এদিকে গণপিটুনীতে রায়হানের মৃত্যু হয়েছে । পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ওই এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করাসিসি ক্যামেরায় এমন কোনাে গণপিটুনির চিত্র পাওয়া যায়নি । এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার ও স্থানীয়রা ।
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে আহত হয়ে কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদ নামের যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে । তবে ওই এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করা সিসি ক্যামেরায় এমনকোনাে গণপিটুনির চিত্র পাওয়া যায়নি ।
স্থানীয়রা জানান , শনিবার রাতে বা রােববার ভােরের দিকে কোনাে গণপিটুনির কথা তারা শুনেননি । তবে রােববার সকাল ১০ টার দিকেএলাকায় পুলিশ এসে জানায় , এই এলাকায় গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে ।
তবে এ ঘটনার তদন্ত চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা ।
সিলেটের কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার ।