সাগরে ভাসতে থাকা এক হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। শনিবার (১১ মার্চ) অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে কালাব্রিয়ার কাছে ৩টি অভিবাসী নৌকা আটকে যায়। এর মধ্যে কোস্ট গার্ডের একটি জাহাজ ৫৮৪ জনকে রেগ্গিয়ো কালাব্রিয়াতে নিয়ে যায়। অপর একটি জাহাজ ৪৮৭ জনকে ক্রোতোনে বন্দরে নিয়ে আসে। এছাড়া আরও ২০০ অভিবাসীকে সিসিলি উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রোববার (১২ মার্চ) কাতানিয়ায় নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) থেকে ৪ হাজারেরও বেশি মানুষ ইতালিতে প্রবেশ করেছেন। যেখানে গত বছরের পুরো মার্চে মাত্র ১ হাজার ৩০০ জন দেশটিতে প্রবেশ করতে সমর্থ হয়েছিলেন। ইতালির বর্তমান সরকার অভিবাসীদের ঢল ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপও নিয়েছিল তারা। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা থামাতে পারছে না তারা।
এএআর/