দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক বৃফিং্যে তিনি এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, নোয়াখালীর ঘটনায় বর্বরতার চরম সীমা ছাড়িয়েছে ঘাতকরা। এটি জঘন্য অপরাধ। এ ঘতনায় অপরাধীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতে স্বচ্ছ ও নির্ভূল তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে।
ধর্ষণবিরোধী বিক্ষোভে মিছিলে যারা তার পদত্যাগ দাবি করছেন, তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।