সাইবার অপরাধ বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়: আইনমন্ত্রী

0
2


সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাইবার অপরাধ বন্ধ করার জন‍্যই করা হয়েছে। তবে সাংবাদিকদের হয়রানি বন্ধের উদ‍্যোগ নিয়েছে সরকার, এ কথা বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বলেন, গণমাধ্যমকর্মী আইন সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। তাই গণমাধ্যমকর্মী ও মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য আইন তৈরি করা হবে বলে জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, গণমাধ্যম সবসময় স্বাধীন থাকবে। তাই সাংবাদিকরা যেন সুরক্ষিত থাকে সে বিষয়ে কাজ করবে সরকার। সরকার সত‍্যের পক্ষে আর সত‍্য তথ‍্যের পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন