দেশে ঘটে যাওয়া ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও মিছিল- বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, পেশাজীবীসহ সমাজের নানা স্তরের মানুষ।
দুপুরে শাহবাগে পুলিশী বাধার মুখে পড়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্ষণের প্রতিবাদে কালো পতাকা মিছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, ধর্ষকদের পোষণ আর প্রতিবাদকারীদের নির্যাতন এমন রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
তৃতীয় দিনের মত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চলছে বিক্ষোভ। শ্লোগানে শ্লোগানে সবার দাবি নোয়াখালী-সিলেট সহ সারা দেশে ধর্ষণে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তি।
প্রগতিশীল ছাত্রজোটের কালো পতাকা মিছিল প্রধানমন্ত্রির কার্যালয় অভিমুখে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়ে প্রতিবাদকারীরা। এ সময় আন্দলনকারীরা সামনে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়। এ ঘটনায় কম্পক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান।
ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে আসাদগেটে। এই কর্মসূচিতে বলা হয় দ্রুত বিচার হলে বন্ধ হবে নারীর প্রতি সহিংসতা। আগের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণে দেশে এখন প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতন ও নানা অপকর্ম বেড়েছে। ধর্ষণের ঘটনা হঠাৎ বৃদ্ধির কারণ খতিয়ে দেখার আহবান জানান আন্দোলকারীরা।