চীনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ২৯

0
2


চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। নিহত ২৯ জনের মধ্যে ২৬ জন রোগী। মঙ্গলবার (১৮ এপ্রিল) নগরীর চ্যাংফেং হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর সিবিএস নিউজের।

বুধবার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বেইজিং নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, হাসপাতালটির একটি ওয়ার্ডে সংস্কারের জন্য রাখা রঙের দাহ্য উপাদান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ রোগীদের একটি ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজ শেষে মোট ৭১ জনকে সরিয়ে নেয়া হয়।

এএআর/