সার্বিয়ায় গ্রেফতার এলোপাতাড়ি সেই বন্দুক হামলাকারী, গায়ে ছিল নব্য-নাৎসি প্রতীকের পোশাক

0
0


সার্বিয়ায় এলোপাতাড়ি গুলি করে ৮ জনকে হত্যাকারী সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) ব্যাপক অভিযান চালিয়ে ক্রাগুজেভাক শহরের কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গ্রেফতারকৃত ওই যুবক তার দাদার বাড়িতে লুকিয়ে ছিল। খবর বিবিসির।

এর আগে, বৃহস্পতিবার রাতে এলোপাতাড়ি গুলিতে প্রাণ যায় ৮ পথচারীর, আরও ১৩ জন গুরুতর আহত হন এ ঘটনায়। এরপরই অভিযানে নামে সার্বিয়ার পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীর জন্ম ২০০২ সালে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনাতে একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটি করে যাওয়ার পরই হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করতে শুরু করেন।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ওই হামলাকারীকে গ্রেফতারে ৬০০ পুলিশ সদস্য অভিযানে নামে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছিল হেলিকপ্টার ও ড্রোনও।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ বলেন, সন্দেহভাজন ব্যক্তির গায়ে নব্য-নাৎসি প্রতীক সংবলিত একটি টি-শার্ট ছিল। তবে তিনি আর কোনো বিবরণ দেননি।

এসজেড/