ক্ষমতাসীনরা দুর্নীতি ও লুটপাট করে দেশের কোষাগার খালি করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দেশের অর্থনৈতিক সংকট ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিদেশে অর্থপাচার, লুটপাট আর নৈরাজ্যই অর্থনৈতিক সংকটের মূল কারণ। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে জনগণের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ দিন দিন গরীব হয়ে যাচ্ছে। অন্যদিকে, ক্ষমতাসীনরা বিদেশে গাড়ি-বাড়ি করছে।
ব্যাংক থেকে ধার আর আইএমএফের ঋণ নিয়ে চলছে সরকার; এ সময় এমন দাবিও করেন বিএনপি মহাসচিব।
/এমএন