১৩ হাজারের ডলারের জুতা ডাকাতির পর জানা গেলো সবগুলোই ছিল ডানপায়ের

0
0


ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ডাকাতি হিসেবে এটিকে নিঃসন্দেহে সফল ডাকাতিই বলা যায়। কিন্তু, ১৩ হাজার ডলার মূল্যের ২০০ জোড়া স্নিকার ডাকাতি হওয়ার পর জানা গেলো, ডাকাতি হওয়া সবগুলো স্নিকারই ছিল ডান পায়ের! দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতির দৃশ্য। খবর বিবিসির।

চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে পেরুর হুয়ানকায়ো শহরে।

ডাকাতি হওয়া দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৩ মে) মধ্যরাতের পর শাটার ভেঙে ওই দোকানে ঢোকে তিন ডাকাত। দোকানে ঢোকার সাথেসাথেই তারা দোকানের ডিসপ্লেতে রাখা বিভিন্ন ব্র্যান্ডের স্নিকার একটি ট্রাইসাইকেলে তুলতে থাকে।

হুয়ানকায়োর পুলিশ কর্মকর্তা এদুয়ান দিয়াজ বলেন, এই ডাকাতির ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি আমরা সংগ্রহ করেছি। মজার ব্যাপার হলো, শুধু ডান পায়ের জুতাগুলোই নিয়ে গেছে ডাকাতেরা। ফুটেজ আর ফিঙ্গারপ্রিন্ট যা পেয়েছি সেগুলো দিয়ে খুব শীঘ্রই ডাকাতদের ধরে ফেলবো আশা করি।

/এসএইচ