প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিক হাজির, চলে গেলো বরপক্ষ

0
0


ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের অনুষ্ঠানে প্রেমিক অবস্থান নেয়ায় বরপক্ষ আসর ছেড়ে চলে যায়।

শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে বিয়ে বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। দুপুরের পরে বরযাত্রী আসে কনের বাড়িতে। বন্ধুদের মাধ্যমে বিয়ের খবর জানতে পারে প্রেমিক জিহাদ (২১)। পরে বিয়ে বাড়িতে অবস্থান নেয় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র পাওয়ায় দ্রুত বিয়ের আয়েজন করে। মেয়েটির সাথে জিহাদের সম্পর্কের কথা বরপক্ষ বিয়ে করতে গিয়ে জানতে পারে। ঘটনা শুনে বরপক্ষ চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে কনের চাচা জালাল উদ্দীন জানান, বাড়িতে অবস্থানরত ঐ ছেলেকে বাড়িতে রাখা হয়েছে। তার বাড়ির পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।

পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু জানান, রাতের এই বিষয়টি আমি জানি। মেয়েটি পছন্দের ঐ ছেলেকে বিয়ে করবে বলে জানিয়েছে। পরে বরপক্ষ বিয়ে বাড়ি থেকে চলে গেছে। ছেলে এবং মেয়ের দুই পরিবারকে নিয়ে এই সমস্যার সমাধান করা হচ্ছে।

/এনএএস