সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় এমসি কলেজে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্বামীকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়।
সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা। রাত ১১টায় শাহপরাণ থানা পুলিশ তাদের উদ্ধার করে।
বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান সহ ৬ জনকে আসামী করে মামলা হয়েছে। সকালে শাহপরাণ থানায় মামলা করেন ধর্ষিতার স্বামী।
এর আগে মধ্যরাতে ছাত্রাবাসে সাইফুরের কক্ষে অভিযান চালানো হয়। জব্দ করা হয় বন্দুকসহ দেশীয় অস্ত্র।