টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আহত ৪

0
1


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক অটোরিকশার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী বউ বাজার রেল গেইট এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ জানায়, চারজন যাত্রীসহ একটি অটোরিকশা রেল গেইট ক্রস করার সময় ঢাকাগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে। পরে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অটোরিকশার চালক মো. মোতালেব (৪৫) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজেড/