হেফাজতের আমির আল্লামা আহমদ শফী মারা গেছেন !

0
6
আল্লামা শফি

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আনাস মাদানী।

বৃহস্পতিবার মধ্যরাতে আহমদ শফী’কে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। রাখা হয় আইসিইউতে। এরপর অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় আজগর আলী হাসপাতালে।

হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জঠিল রোগে ভুগছিলেন ১০৪ বছর বয়সী আহমদ শফী। দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো মাদ্রাসা হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ছিলেন তিনি। ছিলেন হেফাজতে ইসলামের আমির।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।