কাজী সালাউদ্দিনের ব্যর্থতা ও দুর্নীতির বিষয়ে সরব ব্যারিস্টার সুমন!

0
4
ব্যারিস্টার সুমন

বাফুফে নির্বাচন নিয়ে এবার সরব হলেন ব্যারিস্টার সুমন। ফুটবলের উন্নয়নে বিভিন্ন সময়ে কথা বললেও এবার বাফুফে নির্বাচনে সালাউদ্দিন প্যানেলকে নিজেদের ব্যর্থতার দায় নিয়ে সড়ে যেতে বললেন তিনি। যার জন্য চেয়েছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও।

বাফুফে নির্বাচনকে ঘিরে যেখানে উৎসব মুখর পরিবেশ ফুটবল আঙ্গনে সেখানে প্রজন্ম নামের এক সংঘঠন একত্রিত হয়েছে এই নির্বাচনের প্রতিবাদ জানাতে। মূলত কাজী সালাউদ্দিন-সালাম প্যানেলের বিরোধিতা করতেই তাদের এই মানববন্ধন। যেখানে সংঘঠনটির সাথে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ ও ব্যারিস্টার সুমন।

সংঘঠনটি ৯ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে। যা দেশের ফুটবল বাঁচাতে প্রাথমিক পদক্ষেপ বলে দাবি তাদের। এদিকে নির্বাচন থেকে সালাউদ্দিন-সালাম প্যানেল সড়ে না দাড়ালে পরবর্তীতে এর থেকেও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে জানিয়েছে সংঘঠনটি।