পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী থেকে প্রায় দেড় কেজি হেরোইনসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (১৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ঈশ্বরদী উপজেলা সদরের পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের মেরজাহাতুন, চর বোয়ালমারী গ্রামের গোলবাহার, নওগাঁর আত্রাই উপজেলায় পারকাসুন্দিয়া গ্রামের শেনারা খাতুন ও ঈশ্বরদীর পিয়ারাখালী এলাকার ইমরান।
আটককৃতদের কাছ থেকে ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি সাড়ে ৩৯ লাখ টাকা।
র্যাব আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হেরোইন বিক্রয় করে আসছিল।
এএআর/